জগন্নাথপুর অফিস :: সুনামগঞ্জের
জগন্নাথপুরে পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্র সহ সৈয়দ সাইদুল হক (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (আগুণকোনা) গ্রামের সৈয়দ ফয়জুল হকের ছেলে ।
পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগষ্ট) রাত ১১টায় থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় থানার এসআই রাজিব রহমান, এসআই মির্জা শাফায়েত , এএসআই মনির হোসাইন তালুকদার সহ পুলিশ সদস্য সৈয়দপুর আগুণকোনা গ্রামে অভিযান চালিয়ে অবৈধ একটি আগ্নেয়াস্র করেন এসময় সৈয়দ সাইদুল হক কে গ্রেপ্তার করা হয় । এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ১৮৭৮ সনরে অস্ত্র আইনরে ১৯-এ ধারায় মামলা দায়ের করা হয়।
আজ বুধবার গ্রেপ্তার কৃত ব্যাক্তি কে আদালতে ফেরন করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার রাত ১১টায় সৈয়দপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্র সহ সৈয়দ সাইদুল হককে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে অস্র আইনে মামলা হয়েছে। অবৈধ অস্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে ।
Leave a Reply