দেশবাংলা ডেস্ক:: কক্সবাজারের পেকুয়া উপজেলায় সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট নাছির উদ্দিনকে (৪৫) ছুরিকাঘাতে জখম করা হয়েছে।
শুক্রবার রাত ১২টার দিকে সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নাছিরউদ্দিনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, রাত সাড়ে ১২টার দিকে পাশের বিলে সেনাবাহিনীর (অব.) সার্জেন্ট নাছিরউদ্দিনের ধানি জমির রোয়া নষ্ট করে জমি জবর দখল করতে যায় একদল সন্ত্রাসী।
খবর পেয়ে নাছিরউদ্দিন তার ধানিজমি দেখতে যান। তিনি জমিতে পৌঁছলে ১০/১২ জন চিহ্নিত সন্ত্রাসী লাঠিসোঁটা ও ধারালো দা-ছরি ও অস্ত্র নিয়ে নাছিরউদ্দিনের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ফেলে রাখে।
এলাকাবাসি রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছারের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত নাছিরউদ্দিনের স্ত্রী মর্জিনা ইয়াসমিন জানান, ওই সন্ত্রাসীরা এর আগেও আমার স্বামীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে না দিতে পারলে ওই জমি ছেড়ে দেয়ার হুমকি দেয়া হয়।
পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply