সুনামগঞ্জ প্রতিনিধি:: শোকের মাস আগষ্টে সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদের সামনে ও ব্র্যাক শ্যামারচর কেন্দ্রে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে।
রোববার সকালে চারা রোপন কাজের উদ্বোধন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন এলাকার সমন্বয়কারী মোঃ ফখরুল আলম ভূইয়া,প্রগতির সিও মোঃ খুরশেদ আলম ও ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ আব্দুল করিম,দোয়ারাবাজার সমুজ আলী কলেজের ইংরেজী প্রভাষক বিধান চন্দ্র দাস ও ব্যবসাযী মোঃ আজিজুল হক প্রমুখ।
চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার বলেছেন আগষ্ট মাস একটি শোকাবহ মাস। তাই এই শোককে শক্তিতের পরিণত করতে এই দেশটিকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে যে যার অবস্থানে থেকে কাজ করার আহবান জানান তিনি।
Leave a Reply