ধর্মপাশা প্রতিনিধি :: সুনামগঞ্জের ধর্মপাশায় স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক না পড়ে বাজারে ঘোরাফেরা করার অপরাধে ৫ জনকে ৫ হাজার ৫০০টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়েছে। শনিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত হাসপাতাল রোড থেকে বাজার পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব।
উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব জানান,ধর্মপাশা সদর বাজারে বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫ জনকে মাস্ক না পড়ার কারনে ৫০০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ও জনগণকে মাস্ক ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। এবং করোনাভাইরাস সংক্রমণের কারণে হাসপাতাল রোডে একটি বাসা ও পূর্ব বাজারে একটি বাসাকে লকডাউন ঘোষণা করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও অফিসের নাজির মো. আবুল হাসান ও ধর্মপাশা থানা পুলিশ।
Leave a Reply