তাওহিদুল হক:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নাসির বিড়ি বহনকারী ছোট কভার ভ্যান সহ প্রায় ৩ লক্ষ টাকার ভারতীয় নিশিদ্ধ শেখ নাসির উদ্দিন বিড়ী সহ ১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ ( ২৫ শে আগষ্ট ) মঙ্গলবার গ্রেপ্তার কৃত ব্যক্তি কে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর থানার পুলিশ জানায় গতকাল সোমবার (২৪ শে আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধরীর দিক নির্দেশনায় এ এস আই মো. মনির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ একদল পুলিশ জগন্নাথপুর-সিলেট সড়কের উপজেলা পরিষদের ভূমি অফিস সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ভারতীয় নাসির বিড়ি বহণকারী একটি কাভার ভ্যান সহ রকিব মিয়া (২৫) কে আটক করেন।
আটক কৃত ব্যক্তি সিলেটের ওসমানি নগর থানার পশ্চিম খাইয়াখাইড় গ্রামের আব্দুল করিমের ছেলে। এবং গাড়ীতে ২ লক্ষ দশ হাজার ভারতীয় নাসির বিড়ি পাওয়া যায়। যার বাজার মুল্য প্রায় ৩ লক্ষ টাকা।
এ এসআই মনির হোসের জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ির বড় চালাল সহ এক জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও আমাদের উপস্থিতি টের পেয়ে বিশ্বনাথের বন্ধুয়া গ্রামের ফয়জুল হক ও দক্ষিণ সুনামগঞ্জের রসনী গ্রামের আজাদ পালিয়ে যায়। গ্রেপ্তার কৃত ব্যক্তি জানায় বিশ্বনাথ থেকে জগন্নাথপুর হয়ে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা এলাকায় বিড়ি নিয়ে যাওয়ার কথা ছিল।
Leave a Reply