ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম এর দিক নির্দেশনায় ছাতক সার্কেল এএসপি বিল্লাল হোসেন সহ ছাতক থানার ওসি মোস্তফা কামাল ,ইন্সপেক্টার অপারেশান মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই হাবিবুর রহমান, এসআই আব্দুল মান্নান, এসআই শামীম, এসআই জহির মিয়া এ এসআই সুমন গোপ সহ ছাতক থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করিয়া আবুল কালাম হত্যা মামলার মুল আসামী নুর আলী(২০) ও তাহার সহযোগী শাহ আলম(২৭) কে গ্রেপ্তার করে ।আসামিরা হল পীরপুর গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে নুর আলী এবং মৃত মদরিছ আলী ছেলে শাহ আলম । সহ পিতা – মৃত মদরিছ আলী উভয় সাং- পীরপুর থানা-ছাতক, জেলা- সুনামগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন। উল্লেখ্য যে গত ২৪/0৮/২০ইং তারিখ দুপুর ০১.৩০ ঘটিকার সময় ছাতক থানধীন পীরপুর সাকিনে ৬ষ্ট শ্রেনীর ছাত্র ফাহিম আহমদ(১১) বাড়ীর ঊঠান দিয়ে বাইসাইকেল চালানোর সময় একই বাড়ী আসামী নুর আলী(২০) পিতা- মৃত জমশেদ আলী সাং পীরপুর বাধা দেয় এবং গালীগালাজ করে।তখন ফাহিম আহমদ এর চাচা ভিকটিম আবুল কালাম প্রতিবাদ করিলে আসামী নুর আলী তাহার হাতে থাকা ষ্টীলৈর পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্য বুকে স্ব জোরে আঘাত করিলে আবুল কালাম মাটিতে লুটিয়ে পড়ে। তখন উক্ত আসামী সহ তাহার সহযোগী আসামীগন ভিকটিম আবুল কালামকে পূনরায় আক্রমন করার চেষ্টা করিলে ভিকটিম আবুল কালামকে তাহার আত্বীয় স্বজন ভিকটিমকে উদ্ধার করিয়া কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম আবুল কালামকে মৃত ঘোষনা করে। উক্ত ঘটনায় নিহতের বড় ভাই জামাল মিয়া বাদী হইয়া আসামী নুর আলী সহ ০৬ জনের বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করেন।
Leave a Reply