জগন্নাথপুর অফিস :: জগন্নাথপুর পৌর শহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক পরিবহন আইনে ১৩ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার (২৬ শে আগষ্ট) জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের মুক্তিযোদ্ধা ভবন মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬, ৭২ এবং ৯০ ধারায় ১৮টি মামলায় মোট ১৩ হাজার ৪শ টাকা অর্থদন্ড আদায় করেন।
অভিযান কালে জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর -সুনামগঞ্জ সড়কের পশ্চিম বাজার এলাকায় অবৈধ সিএনজি ও লেগুনা স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। এসময় জগন্নাথপুর থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply