দেশবাংলা ডেস্ক:: বগুড়ায় ট্রেনের নিচে মাথা দিয়ে অজ্ঞাত পরিচয় এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে শহরের এক নম্বর রেল ঘুমটি এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এএসআই আকতারুন্নাহার লিপি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে যুবকের পরিচয় জানাতে পারেননি তিনি। এ ব্যাপারে বোনারপাড়া রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে রেলওয়ে বগুড়া স্টেশন ফাঁড়ির এএসআই আক্তারুন্নাহার লিপি জানান, দিনাজপুর ছেড়ে আসা ঢাকাগামী দোলনচাঁপা এক্সপ্রেস শুক্রবার দুপুরে বগুড়া স্টেশনের দিকে আসছিল। বেলা ১২টা ১১ মিনিটে স্টেশনের কাছে চকযাদু ক্রসলেন এলাকায় ১নং ঘুমটি অতিক্রম করছিল। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত পরিচয় এক যুবক লাইনে মাথা রেখে শুয়ে পড়েন। ট্রেনের চাকায় দ্বিখণ্ডিত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেল পুলিশ তার লাশ উদ্ধার করে।
অজ্ঞাত ওই যুবকের পরনে জিন্সের প্যান্ট, গায়ে টি-শার্ট ও পায়ে নাগরা টাইপের স্যান্ডেল ছিল বলে তিনি জানান।
এ ব্যাপারে স্টেশনমাস্টার গাইবান্ধার বোনারপাড়া থানায় অপমৃত্যু মামলা করেছেন। বিকাল পর্যন্ত নিহতের পরিচয় মেলেনি। আত্মহত্যার কারণও জানা যায়নি।
Leave a Reply