আন্তর্জাতিক ডেস্ক:: ভা’রত-চীনের সেই লাদাখ সীমান্ত। ফের সীমান্তে উস্কানিমূলক সাম’রিক কার্যকলাপ করল চীনা সে’নারা। তবে ভা’রতীয় সে’নারা রুখে দিয়েছে তাদের সেই কার্যক্রম। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ভা’রতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর জি নিউজের। ঘটনাটি ঘটেছে ২৯ থেকে ৩০ আগস্টের মধ্যে রাতের অন্ধকারে। বিবৃতিতে বলা হয়েছে, সাম’রিক ও কূটনৈতিকে আলোচনার মধ্যেই চীন ফের উস্কানিমূলক কার্যকলাপের মাধ্যমে পরিস্থিতিতে বদল আনার চেষ্টা করছে। পাংগং টিসো হ্রদের দক্ষিণ তীরে চীনা সে’নারা এই কার্যকলাপ শুরু করে। ভা’রতীয়ও সে’নারা চীনা উদ্দেশ্য ব্যর্থ করতে পদক্ষেপ গ্রহণ করেছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, ভা’রতীয় সে’নাবাহিনী আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু সমানভাবেই দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। চুশুলে ইতিমধ্যেই কমান্ডার পর্যায়ের আলোচনা চলছে সমস্যা সমাধানের। গত সপ্তাহেই লাদাখ সং’ঘর্ষকে ১৯৬২ সালের পর সবচেয়ে গুরুতর অবস্থা বলে উল্লেখ করেছিলেন ভা’রতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। সেখান থেকে প্রশ্ন উঠেছিল, তাহলে কি এত বছর পর সীমান্ত রক্ষায় ব্যর্থ হল মোদি সরকার! ফের আবারও উস্কানিমূলক কাজের চেষ্টার ফলে চীনা সে’নাদের আগ্রাসী মনোভাবই স্পষ্ট হল। যদিও এই ক্ষেত্রে তাদের রুখে দিতে সক্ষম হয়েছে ভা’রতীয় সে’নারা।
Leave a Reply