দৈনিক দেশবাংলা ডেস্ক:: স্বামীকে বেঁধে রেখে স্ত্রী’কে গণধ’র্ষণের অ’ভিযোগ উঠেছে ৫ যুবকের বি’রুদ্ধে। অ’ভিযু’ক্তরা সবাই সিএনজি অটোরিকশাচালক। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরে। শনিবার রাতে নগরীর বায়েজীদ বোস্তামী থা’নার অক্সিজেন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম নগর পু’লিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। ওই নারীকে উ’দ্ধার করার পর এখন পর্যন্ত ঘটনায় জ’ড়িত চারজনকে আ’ট’ক করতে পেরেছে পু’লিশ। আ’ট’ককৃতরা হলেন—বাদশা মিয়া, মো. জাবেদ, মো. রবিন ও মো. ইব্রাহীম। মো. শফি নামের এক অ’ভিযু’ক্তকে খুঁজছে পু’লিশ। চট্টগ্রাম নগর পু’লিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক গণমাধ্যমকে বলেন, আ’সামিরা সবাই অক্সিজেন মোড় এলাকায় সিএনজি অটোরিকশাচালক। শনিবার রাত সাড়ে দশটার দিকে কাজ শেষে স্বামী-স্ত্রী’ বাসায় ফেরার পথে অক্সিজেন মোড়ে তাদের পথে বাধা হয়ে দাঁড়ান শফি। বাকি চারজনের সহায়তায় হাত-পা বেঁধে দম্পতিকে গাড়িতে তোলে শফি। এরপর নারীকে পার্শ্ববর্তী সালমা কলোনিতে নিয়ে শফিসহ পাঁচজন ধ’র্ষণ করে।
পালিয়ে যাওয়ার সময় চার ধ’র্ষককে হাতেনাতে গ্রে’ফতার করে পু’লিশ। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থা’নায় মা’মলা করেছেন।
Leave a Reply