শাল্লা প্রতিনিধি– সুনামগঞ্জের শাল্লায় সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা কমিটি গঠিত হয়ছে। শনিবার ৫ সেপ্টেম্বর উপজেলার সদরস্থ শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর ১২ টায় কমিটি গঠন উপলক্ষে শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক তরুন কান্তি দাসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক অনাদি তালুকদারের পরিচালনা এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুনামগঞ্জ জেলা সুজনের সহ সভাপতি শাহিনা চৌধুরী রুবি, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক মিলন, মাইনুল ইসলাম খান মামুন, একে কুদরত পাশা, সভাপতি দিরাই প্রেসক্লাব সামছুল ইসলাম সর্দার খেজুর, সুনামগঞ্জ কলেজের প্রভাষক দিলিপ কুমার দাস, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল প্রমুখ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
তাছাড়া অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার, সুদীপ্ত কুমার দাস, সূর্যলাল দাস, কানন বালা সরকার, কৃষ্ণপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ রেজাউল করিম, আইটি উদ্যোগক্তা সমর চন্দ্র দাস ও শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল আহমেদ তালুকদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতি ক্রমে প্রধান শিক্ষক অনাদি তালুকদারকে সভাপতি ও সাংবাদিক বকুল আহমেদ তালুকদারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট শাল্লা উপজেলা সুজন’র কমিটি ঘোষনা করা হয়।
এছাড়া উক্ত কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে সহ সভাপতি হিসেবে প্রধান শিক্ষক কানন বালা সরকার, আরিফ মোহাম্মদ দুলাল, আব্দুল মন্নান, যুগ্ম সম্পাদক হিসেবে প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস খোকন, সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রধান শিক্ষক সুদীপ্ত কুমার দাস, অর্থ সম্পাদক হিসেবে প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার ও সদস্য হিসেবে সাংবাদিক শান্ত কুমার তালুকদার, বিপ্লব রায়, হাবিবুর রহমান হাবিব, শিক্ষক চম্পা তালুকদার, সূর্যলাল দাস, আব্দুল হামিদ, সজল চন্দ্র সরকার, অপু রঞ্জন সরকার, রবীন্দ্র চন্দ্র সরকার, আব্দুল করিম, অরবিন্দু দাস, প্রভাষক মোঃ রেজাউল করিম ও মোঃ আল-আমিনকে নির্বাচিত করা হয়।
Leave a Reply