আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশজুড়ে করো’নার সংক্রমণ কমে এসেছে- এ কথা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছেনা। এর মাঝে গতকাল গবেষকরা জানিয়েছেন বাংলাদেশে ভাই’রাস দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে। বিশ্বে রূপান্তরের হার প্রায় সাত শতাংশ হলেও বাংলাদেশে এ হার প্রায় ১৩%। তাই দেশবাসীকে অবহেলা না করতে অনুরোধ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘সংক্রমণের বর্তমান পর্যায়ে নিয়ন্ত্রিত অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা যাবে না। যেকোনো সময়ে সংক্রমণ প্রা’ণঘাতী রূপ নিতে পারে।’ সকলকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ ভা’রতে প্রায় ৯০ হাজার রোগী গত ২৪ ঘণ্টায় চিহ্নিত হয়েছে। ব্রাজিলের অ’তিরিক্ত সংক্রমণের ধাক্কা আর্জেন্টিনাতে গিয়েও ঠেকেছে। আমাদের দেশেও এর ধাক্কা লাগতে পারে।’ তাই সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
Leave a Reply