দৈনিক দেশবাংলা ডেস্ক :: গণপরিবহনে নারী যাত্রী ওঠা এবং নামার সময় হেল্পার/কন্ডাকটর কোনভাবেই গেটে দাঁড়াতে পারবে না— অনতিবিলম্বে ডিএমপিসহ দেশের সকল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং অন্যান্য শহরের ট্রাফিক পুলিশ ইউনিটের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে এই মর্মে আইন করে
প্রজ্ঞাপন জারির আহবান জানিয়েছে টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)। এই প্রজ্ঞাপন জারির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করবে টিপিবি। আজ বৃহস্পতিবার সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও সাবেক ডাকসু জিএস গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,
“গণপরিবহনে নারী যাত্রী ওঠা এবং নামার সময় হেল্পার/কন্ডাকটর কোনভাবেই গেটে দাঁড়াতে পারবে না। এমতাবস্থায় তারা হয় গাড়ীর ভিতরে অথবা নিচে নেমে দাঁড়াবে। যেহেতু যাত্রী ওঠানামার সময় গাড়ী থামানো ও স্থির অবস্থায় থাকে, তাই এই নিয়ম বাধ্যতামূলক প্রয়োগ করতে তেমন বেগ পাবার কোন কারণ নেই!” তিনি আরও জানান, ইতোমধ্যে টিপিবির পক্ষ থেকে এই প্রজ্ঞাপন জারির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে। টিপিবির সদস্য মাহমুদ আবদুল্লাহ বিন মুন্সিকে প্রধান করে আজকেই পুলিশ আইজিপি এবং ডিএমপি কমিশনার বরাবর স্মারকলিপি প্রস্তুত করা হচ্ছে। আগামী রবিবার টিপিবির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করার করবে তিনি বলেন, কেন এই আইন অতীব জরুরি, সেটা আমারদের সচেতন নাগরিকগণ বিশেষত, ভুক্তভোগী মা-বোনেরা খুব ভালো জানেন এবং বোঝেন!
Leave a Reply