আন্তর্জাতিক ডেস্ক :: লাদাখে সীমান্তে চলমান উত্তজনা কমাতে কূটনৈতিক, সাম’রিক ও রাজনৈতিক স্তরে চিনের সঙ্গে আলোচনা চালাচ্ছে ভা’রত এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। তারা আরও জানাচ্ছে লাদাখ সীমান্তে সাম’রিক শক্তি বাড়িয়েই চলেছে বেজিং। সাম’রিক বাহিনী সূত্রে ভা’রতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায় , সীমান্তে নতুন করে বো’মা’রু এবং এয়ার ডিফেন্স মিসাইল মোতায়েন করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA)।এদিকে চিনের সরকারি মুখপত্র ‘গ্লোবাল টাইমস’-এর একটি প্রতিবেদনে বুধবার দাবি করা হয়, ভা’রতের সঙ্গে উত্তে’জনার মধ্যেই সীমান্তে সাম’রিক শক্তি বাড়ানো হচ্ছে। ‘গত দু’সপ্তাহ ধরে ভা’রতের প্র’রোচনায় সীমান্তে নতুন করে উত্তে’জনা ছড়িয়েছে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সীমান্তে বো’মা’রু, এয়ার ডিফেন্স মিসাইল, আর্টিলারি, সাঁজোয়া গাড়ি, পদাতিক বাহিনী ও স্পেশ্যাল ফোর্স মোতায়েন করা হচ্ছে।চলতি বছরের মে মাস থেকেই পূর্ব লাদাখ সীমান্তে উত্তে’জনার পারদ চড়ছে। প্যাংগং লেক, গলওয়ান, দেপসাং উপত্যকার মতো ভা’রতীয় ভূখণ্ডে ঘাঁটি গেরে বসেছে চিন। ১৫ জুন রাতে গলওয়ান উপত্যকায় ভা’রতীয় সে’না এবং চিনা বাহিনীর সং’ঘর্ষে ভা’রতের ২০ সে’না সদস্য প্রা’ণ হারায়। যদিও সরকারিভাবে হতাহতের সংখ্যা এখনও পর্যন্ত জানায়নি বেজিং।
Leave a Reply