বিশেষ প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত (সিভি) সুনামগঞ্জ জেলা যুবদলের নেতৃবৃন্দের কাছে জমা দেওয়া হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী গত রবিবার উপজেলা ও পৌর যুবদলের পদ প্রত্যাশীরা তাদের জীবন বৃত্তান্ত জেলায় জমা দেন।
এ উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকতের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাদির আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এম এ কয়েস।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল মিয়া, সহ-সাধারন সম্পাদক জগন্নাথপুর উপজেলার টিম লিডার এডভোকেট কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল কাদির সোহাগ।
২য় পর্বে সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েসের কাছে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের সিভি জমা দেওয়া হয়। এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তফাজ্জুল হোসেন, সহ সাধারণ সম্পাদক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুসহ সুনামগঞ্জ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলনেতা আনছার মিয়া, শামীনুর রহমান, এখলাছুর রহমান তালুকদার নিক্সন, রফিক আহমদ, রুয়েল আহমদ রাজা, কামাল হোসেন, শাহ মোহাম্মদ আলী হোসেন, রিপন মিয়া, তাজুল জিম্মাদার, সামসুজ্জামান শামীম, জয়নুল হক, লেবু মিয়া, শেখ মহসিন আহমদ, ইমরান খান, পৌর যুবদল নেতা কাউন্সিলর তাজিবুর রহমান, শাহিন মিয়া, হোসেন আহমদ, আলী হোসেন প্রমূখ।
Leave a Reply