বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুর পৌরসভার পেছনের কলোনীতে সাজনের বসতঘর সহ ৪টি ঘরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে আজ বুধবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে জগন্নাথপুর পৌরসভার পেছনের কলোনীর বাসিন্দা মৃত মিছকন্দর আলীর ছেলে সংবাদকর্মী নামধারী শাহজাহান মিয়া উরফে সাজন সহ ৪টি পরিবার বিদ্যুৎ ব্যবহার করে আসছিল। সাজনের বড় ভাই সায়েক মিয়ার নামে মিটার নিলেও মিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার না করে সংবাদ কর্মী সাজনের প্রভাব কাঠিয়ে অবৈধভাবে সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে। এ বিষয়টি তথ্য প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ অফিসের কাছে ধরা পড়লে বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। জগন্নাথপুর আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ জানান, দীর্ঘদিন যাবত সায়েক মিয়ার নামের বিদ্যুৎ মিটারটি রিচার্জ না করায় আমরা অভিযান চালাই। অভিযানকালে দেখা যায় ঐ স্থানে অবৈধভাবে সায়েক মিয়াসহ ৪টি পরিবার বিদ্যুৎ ব্যবহার করে আসছে। তিনি জানান, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় সায়েক মিয়ার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এদিকে সংবাদকর্মী নামধারী সাজন মিয়া তার ভাই সায়েক মিয়াকে মামলা থেকে রক্ষা করতে বিদ্যুৎ অফিসে দৌড়ঝাপ করতে দেখা গেছে।
Leave a Reply