সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান চুলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক কর হয়। আটককৃত ব্যাক্তির নাম মোঃ তৈয়ব আলী(৩০)। সে পেরুয়া গ্রামের মোহাম্মদ তাজু মিয়ার ছেলে।
সে দীর্ঘদিন ধরে দেশী তৈরি চুলাই মদ বানিয়ে শ্যামারচর বাজার সহ বিভিন্ন জায়গায় অবাধে বিক্রি করে আসছিল। ফলে এলাকার যুব সমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পরে।
আজ বৃহঃস্পতিবার রাত ১টায় দিরাই থানার এস আই মোহাম্মদ ফাত্তার নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পেরুয়া গ্রামে মাদক ব্যবসায়ী তৈয়ব আলীর বাড়িয়ে অভিযান চালিয়ে ২০’লিটার দেশী ও চুলাই মদ সহ তাকে আটক করা হয়। খবর পেয়ে এলাকার হাজারো লোকজন জড়ো হয়।
এ ব্যাপারে চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার জানান,পেরুয়া গ্রামে পুলিশের উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি পুলিশ ২০ লিটার চুলাই মদ সহ তৈয়ব আলীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
এ ব্যাপারে দিরাই থানার এস আই মোহাম্মদ ফাত্তাহ মাদক ব্যবসায়ী তৈয়ব আলীকে মদসহ আটকের সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply