ছাতক প্রতিনিধি::
সিলেট রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহম্মেদ সাহেব সহ সুনামগঞ্জ জেলার সু-যোগ্য পুলিশ সুপার জনাব মিজানুর রহমান বিপিএম সাহেবের দিক নির্দেশনায় ছাতক সার্কেল এএসপি জনাব বিল্লাল হোসেন সাহেবের নেতৃত্বে , অফিসার ইনচার্জ মিজানুর রহমান , ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এবং এএসআই মোহাম্মদ আলী সহ
সিলেট এমসি কলেজ হোস্টলে স্বামীকে বেধে রেখে স্ত্রীকে গন ধর্ষনের ঘটনার মুল হোতা এজাহার নামীয় ০১নং আসামী সাইফুর রহমান(২৮) পিতা- তাহিদ মিয়া সাং- চাঁন্দের পাড়া, থানা- বালাগঞ্জ, জেলা- সিলেটকে ইং ২৭/০৯/২০২০ তারিখ ভোর ০৭.০০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন নোয়ারাই খেয়াঘাট হইতে গ্রেফতার করেন।
উক্ত আসামী চাঞ্চল্যকর গৃহ বধুকে পালাক্রমে গন ধর্ষনের পর ছাতক সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করিয়াছিল। কিন্ত শেষ রক্ষা হলো না, অবশেষে ছাতক থানার চৌকস পুলিশ দলের হাতে গ্রেফতার হন।
দ্রুত সময়ের মধ্যে মুল ধর্ষন কারীকে গ্রেফতার করায় ছাতক থানা পুলিশকে আন্তরিক ভাবে ধন্যবাদ। সাবাশ বাংলাদেশ পুলিশ।
Leave a Reply