স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা আব্দুল মালিক (৭০) আর নেই। ইন্না-লিল্লাহী ওয়াইন ইল্লা লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। শনিবার রাত ১১ টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। ১২ টায়,সিলেট শহরের আখলিয়া বাসায় লাশ নেওয়া হয়। রোববার সকালে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে লাশ আনা হবে।
তিনি কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দুই বারের সাধারণ সম্পাদক ছিলেন। প্রবীণ ত্যাগী এ আওয়ামী লীগ নেতা অনেকটা নীরবে নিভৃতে চলে গেলেন না ফেরার দেশে। আওয়ামী লীগের একজন তৃনমুলে সক্রিয় ত্যাগী পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের নেতা ছিলেন। দলের সকল দুঃসময়ে সক্রিয় ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ সদস্য সিরাজুল ইসলাম, নুরুল ইসলান,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, মুক্তাদীর আহমেদ মুক্তা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম,কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক বশির আহমেদ প্রমুখ
Leave a Reply