স্টাফ রির্পোটার::
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পল্লবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নির্মানাধীন সীমানা প্রাচীর (দেয়াল) ভাংচুরের খবর পাওয়া গেছে।
এলাকাবাসী জানান, শনিবার রাতে পল্লবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নির্মানাধীন দেয়াল কে বা কাহারা ভেঙ্গে ফেলে। এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। পল্লবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহরম আলী দেয়াল ভাঙ্গার বিষয় স্বীকার করে বলেন, রাতের আধারে কে বা কাহারা দেয়ালটি ভেঙ্গেছে আমাদের জানা নেই। তবে এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মোখলেছুর রহমান জানান, বিদ্যালয়ের দেয়াল ভাঙ্গার বিষয়টি মৌখিকভাবে প্রধান শিক্ষক আমাকে অবগত করেছেন।
Leave a Reply