এম রেজা টুনু (সুনামগঞ্জ জেলা প্রতিনিধি)::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা ।
আজ মঙ্গলবার বিজিবি সুত্রে যানাযায়,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)অধীনস্থ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংঙ্গালভিটা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফিরোজ মিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১১৯১/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরিন ধর্মপাশা উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাংঙ্গালভিটা নামক স্থানে টিলার নীচে পরিত্যাক্ত অবস্থায় ০২টি পুরাতন আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করে।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)অধিনায়ক মো: মাকসুদুল আলম সত্যতা নিশ্চিত করে জানান উদ্ধারকৃত পিস্তল ০২ (দুই) টি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যনগর থানায় হস্তান্তর করা হবে বলে ও তিনি জানান।
Leave a Reply