সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
সোমবার দুপুরে পৌর শহরের হাসননগর এলাকায় জাতীয় শ্রমিকলীগের কার্যালয়ে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে জেলা সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মুবিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান ভার্চুয়ালী প্রধান অতিথি’র বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার, জেলা শ্রমিকলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথি’র ব্ক্তব্যে মতিউর রহমান বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। শ্রমিকলীগের প্রতিটি নেতাকর্মী সর্তক থাকতে হবে। শেখ হাসিনার সরকার দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ে কাজ করছে।
সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সেলিম আহমদ বলেছেন আমরা জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগি সংগঠন জাতীয় শ্রমিকলীগের একজন কর্মী হিসেবে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও উন্নয়ন কর্মকান্ডগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের এই সংগঠন শ্রমিকদের কল্যানে কাজ করে যাচ্ছে এবং বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ বির্নিমার্ণে এবং শেখ হাসিনার উন্নত দেশ গঠনে একজন অতনাÍ্র প্রহরী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply