গাজীপুরের কাপাসিয়ায় কাশবন ও টং দোকানে অ’ভিযান চালিয়ে ২১ কি’শোর-কি’শোরীকে আ’ট’ক করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে তাদের আ’ট’ক করা হয়েছে। তাদের মধ্যে ১৫ কি’শোরকে ৯ হাজার ৪০০ টাকা জ’রিমানা করেছেন ভ্রাম্যমাণ আ’দালত।
ভ্রাম্যমাণ আ’দালত পরিচালনা করেন উপজে’লা নির্বাহী কর্মক’র্তা (ইউএনও) মোসা. ইসমত আরা।তিনি জানান, ধ’’ র্ষ’ ণ ও যৌ’ন হয়’রানি রোধে কাপাসিয়ার বিনোদন কেন্দ্র ও হোটেল-মোটেলে অ’ভিযান পরিচালনা করা হচ্ছে। এ অ’ভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে উপজে’লা শহরে কয়েকটি দোকান ও কাশবনে অ’ভিযান চালানো হয়। আ’পত্তিকর অবস্থায় ছবি ওঠানো ও আড্ডা দেয়া অবস্থায় ১৫ জন কি’শোর ও ছয়জন কি’শোরীকে আ’ট’ক করা হয়েছে।
মোসা. ইসমত আরা আরো জানান, তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আ’দালত পরিচালনা করে ১৫ কি’শোরকে ৯ হাজার ৪০০ টাকা জ’রিমানা এবং কি’শোরীদের অ’ভিভাবকদের হাজির করে সতর্ক করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এ সময় তাদের কাছে থাকা একটি ক্যামেরা জ’ব্দ করা হয়েছে।
Leave a Reply