পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার আয়োজনে মঙ্গলবার বাদ এশা তাঁর নিজ বাড়িতে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের অন্য সব সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে প্রার্থনা করা হয়।
মাহফিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সবার আত্মার শান্তি কামনা এবং চিকিৎসাধীন সবার আশু সুস্থতা কামনা করা হয়।
এ সময় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সামরিক-বেসামরিক আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ করোনাভাইরাসে সৃষ্ট সংকট জয়ে নিয়োজিত সম্মুখযোদ্ধাদের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়।
প্রসঙ্গত, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনাভাইরাস জনিত কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। সোমবার রাত ১২টায় তাঁর পজিটিভ রিপোর্ট আসে। বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মন্ত্রী সিএমএইচে ভর্তি হয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো রয়েছে।
Leave a Reply