সিলেট প্রতিনিধি ::
সিলেটের আখালিয়া এলাকার যুবক রায়হান আহমদ (৩৩) নিহতের পর থেকেই আলোচনায় নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়ি। এই ফাঁড়িতেই নির্যাতন চালিয়ে রায়হান আহমদকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠেছে।
১১ অক্টোবরের ওই ঘটনার পর থেকেই রায়হান হত্যার বিচার দাবিতে প্রতিদিন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সমানে বিক্ষোভ করছেন অসংখ্য মানুষ। ফাঁড়ি ঘেরাও করেও বিক্ষোভ করছেন অনেকে। বন্দর বাজার ফাঁড়ির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এ অবস্থায় এই ফাঁড়ির নিরাপত্তায় সিলেট মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট ‘ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) কে দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বন্দরবাজার ফাঁড়ির সামনে সিআরটি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। সিআরটি সদস্যদের উপস্থিতিতেই রায়হান হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন অনেকে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা বলেন, রায়হানের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অনেকে প্রতিবাদ করছেন। এসব কর্মসূচী থেকে যাতে কোনো অনাকাঙ্খিত ঞটনা না ঘটে এ জন্য ফাঁড়ির নিরাপত্তায় সিআরটি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এরআগে বৃহস্পতিবার বিকেলে নগরীর আখালিয়ায় রায়হান হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচীতে পুলিশের উপর আক্রমণের ঘটনা ঘটে। ওই কর্মসূচী চলাকালে পুলিশ সদস্যদের ধাওয়া করে উপস্থিত জনতা।
Leave a Reply