নবীগঞ্জ প্রতিনিধি ::
নবীগঞ্জে ভিন্ন ধারা দৈনিক পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে বিভাগীয় বার্তা সম্পাদক নাজমুল ইসলামের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় নবীগঞ্জের পথশিশুদের মধ্যে আনন্দ ভাগাভাগি করার প্রয়াসে খাবার বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। দৈনিক পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজনে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আশাহীদ আলী আশা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমেদ, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়া, সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাল মিয়া,সিনিয়র সদস্য নীরব তালুকদার প্রমুখ।
Leave a Reply