মোফাজ্জল ইসলাম সজীব নবীগঞ্জ ::
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবীগঞ্জ ১২ নং কালিয়ার ভাঙা ইউনিয়ন ও নবীগঞ্জ উপজেলাসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল হিন্দু ধর্মাবলম্বী নাগরিককে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ার ভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৃতি পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম । এক শুভেচ্ছা বাণীতে চেয়ারম্যান নজরুল বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনে এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি সদর ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। এই দেশ আমাদের সকলের। আমার প্রত্যাশা, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন বজায় রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হব।
Leave a Reply