ঠাকুরগাঁও প্রতিনিধি::
ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “জার্নি অফ ইউনিটি”র ১ম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওই সংগঠনটির আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তন হলরুমে কেক কাটা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি রাকিব আল রিয়াদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,ডা.শুভেন্দু কুমার দেবনাথ,স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শুভ।
এসময় বক্তরা বলেন,সরকারের পাশাপাশি সমাজের এই স্বেচ্ছাসেবী সংগঠনের ছেলেরা গরীব ও অসহায় লোকের পাশে দাঁড়ায়, তাহলে মানুষ যেমন উপকৃত হবে তেমনি সমাজ ও দেশ উন্নত হবে। আমরা আশা করি এই জার্নি অফ ইউনিটি সংগঠনটি আগামী তাদের কার্যকলাপ অব্যাহত রাখবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহ-সভাপতি সিয়াম তালুকদার,যুন্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান,সহ-যুন্ম সাধারণ সম্পাদক সাহনাজ পারভিন,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,অর্থ সম্পাদক হোসেন আহমেদ তৌসিফ,শিক্ষা সম্পাদক আম্বিয়া সানজিদা আখি,দপ্তার সম্পাদক মাইশা জামান রিফা,শিশু বিষয়ক সম্পাদক মিথিলা দাস সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দরা।
বক্তব্য শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।
Leave a Reply