স্টাফ রির্পোটার::
যুক্তরাজ্যের ইর্য়ক আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রাকিব আলীকে নিজ এলাকায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে নিজ এলাকায় গেলে তাঁকে বিপুল সংখ্যক বিভিন্নস্তরের লোকজন বিশিষ্ট এ দানশীল ব্যক্তিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, স্থানীয় মুরব্বী হাজী তরফিক উল্ল্যা, হাওরবাংলা২৪.কমের সম্পাদক ও প্রকাশক মো. মুন্না মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিছির আলী, হাবিজুর রহমান, জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন’র দেশীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে মাতাব আলী, মাওলানা কামাল হোসাইন, সিরাজুল ইসলাম, শুয়েব আহমদ, তুলেহ, আনওয়ার আলী, মাওলানা জাকির আহমদ, আলমঙ্গীর, রফান উদ্দিন, শাহ মিবান, সিতাব আলী, মুকিত, শিলু আহমদ, আজির উদ্দিন, আতাউর রহমান, জাহির আলী, শাহিন, আবদুল জাহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
এসময় কমিউনিটি নেতা রাকিব আলী বলেন, আমরা প্রবাসে থেকেও দেশের কল্যাণকর সবকাজে আছি। মাতৃভূমির টানে আমরা দেশে আসি। দেশের সকল কল্যাণকর কাজে ছিলাম, আছি এবং থাকব। আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দেখিয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply