সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের প্রবীণ মুরব্বি ও আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক আব্দুল জলিল (৬৫) ও তার সহোদর ভাই সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হক (৫২) কে শারীরিকভাবে মাইরপিট করায় থানায় এফ আই আর করা হয়েছে। স্থানীয় ও জখমীদের কাছ থেকে জানা যায়,
একই গ্রামের আব্দুর রুপ প্রকাশিত ফকিরের হুকুমে তার ৩ ছেলে ফজলু মিয়া (৩০), ফরিদ মিয়া (৩৩) ও ফয়জুল হক (৪০) গত ৪ নভেম্বর-২০২০ ইং তারিখ বুধবার বিকাল সাড়ে ৫ টার সময় গৌরারং বাজার পয়েন্টে পাকা রাস্তায় হাতে দেশীয় অস্ত্র শস্ত্রসহ আক্রমণ করে শারীরিক ভাবে মাইরপিট করে গুরুতর আহত করে। ওই দিনই জখমীদ্বয় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য আসলে কর্তব্যরত চিকিৎসক ভর্তির নির্দেশ দেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় উল্লেখিত ব্যক্তিদের আসামী করে অভিযোগ দায়ের করলে সুনামগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করে এফ আই আর ভুক্তের নির্দেন দেন। সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নম্বর ১০/২০ ও জি,আর মামলা নম্বর-৩১৯৯/২০ইং হিসেবে নম্বরভুক্ত করেন। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদুর রহমান আসামী ফজলু মিয়াকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন।
Leave a Reply