ঠাকুরগাঁও প্রতিনিধি::
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথে গত বছর ঢালাই উঠে সড়কে একটি বড় গর্তের সৃষ্টি হয়। এ গর্তের কারণে যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে প্রায় ১৩ মাস ধরে একটি গর্ত সৃষ্টি হয়ে রয়েছে। আর এই গর্তে বিপদ সংকেত হিসেবে একটি বাঁশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জনান, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথের রাস্তার এই অংশে গত বছর বৃষ্টির সময় গর্তের সৃষ্টি হয়েছিল। পরে বেশ কয়েকটি দুর্ঘটনা হওয়ার পর কর্তৃপক্ষ বিপদ সংকেত হিসেবে একটি বাঁশের খুঁটি দেয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই রয়েছে উপজেলা অফিস, পৌর ভবন, সড়ক ও জনপদ অফিস। তবুও এই গর্তটি মেরামত করা হচ্ছে না।
হাসপাতালের আরএমও আব্দুল জব্বার জানান, আমি বিষয়টি উপজেলার মাসিক মিটিংয়ে নির্বাহী অফিসারকে জানালে তিনি পৌরসভার মেয়রকে জানাতে বলেন। মেয়রকে জানালে তিনি বলেন, এখন কোন বরাদ্দ নেই। বরাদ্দ আসলে মেরামত করা হবে।
এ ব্যাপারে পীরগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী নুর মো: শাহজাহান শাহ্ বলেন, আমি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখবো।
Leave a Reply