সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের খামতিয়র গ্রামে চাদাঁ না দেওয়ায় দাড়াঁলো অস্ত্র দেখিয়ে এক অসহায় ব্যক্তির রেকডীয় ভূমি মালিকের ডোবা থেকে ৩লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে একদল সন্ত্রাসীরা । এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করার ১মাস পেরিয়ে গেলেও অভিযোগটি আমলে নেয়নি পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায় ঘটনাটি ঘটে গত ১৮ই অক্টোবর ২০২০ইং তারিখে খামতিয়র গ্রামের বাসিন্দা আন্জব আলীর ডোবায়।
জানা যায় ঘটনার আগে খামতিয়র গ্রামের বাসিন্দা আন্জব আলীর কাছে একই গ্রামের একটি প্রভাবশালী চক্র এক লাখ টাকা চাদাঁ দাবী করে । চাদাঁ দিতে অপরাগতা করলে একই গ্রামের নজির মিয়া, আব্দুল ওয়াব ও ইকবাল হোসেন মিলে দেশীও অস্ত্রসস্ত্র দেখিয়ে গত ১৮ অক্টোবর আন্জব আলীর মালিকানাধীন ৫৫৪নং দাগে ১.১৪একর বোর রকম ভূমির মধ্যে মৎস্য আহরণ ।ডোবার ৩লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। পরের দিন জফর আলীর ছেলে আন্জব আলী বাদী হয়ে একই গ্রামের মৃত হাছন আলীর ছেলে নজির মিয়া(৫০),মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল ওয়াব(৫৫), মৃত আব্দুল খালিকের ছেলে ইকবাল হোসেন(৫০)কে অভিযুক্ত করে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ দায়েরের একমাস অতিবাহিত হয়ে গেলেও মামলাটি এখনো আমলে নেয়া হয়নি বলে জানিয়েছেন অসহায় আন্জব আলী। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
এব্যাপারে সদর মডেল থানার এস আই আমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।
Leave a Reply