একরা হাসানঃ
গোলাপগঞ্জের জনগনের সেবায় ব্রত হয়ে অস্ত্র উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল সহ বিভিন্ন মানবিক ও উন্নয়ন মূলক ভালো কাজের জন্য। ভালো কাজের স্বীকৃতির পদক পান। আজ শুক্রবার পুলিশ
সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন
(পিপিএম) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সার্কেল জনাব রাশেদুল হক চৌধুরী গোলাপগঞ্জ সার্কেল, সিলেট এর নির্দেশক্রমে গোলাপগন্জ থানার ওসি মোহাম্মদ হারুন রশীদ চৌধুরীর সহযোগিতায়।
বাংলাদেশ পুলিশের সততায়, বীরত্বপূর্ণ কাজে, দক্ষতায়, কর্তব্যনিষ্ঠায় অবদান, অস্ত্র উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও ভাল কাজের স্বীকৃতি স্বরুপ পদক পেলেন গোলাপগন্জ থানার এস আই মামুনুর রশীদ মামুন।
দায়িত্বশীল ও নিষ্ঠাবান পুলিশ আইন মেনে যেমন পেশাগত দায়িত্ব পালন করেন, তেমনি সততার, নৈতিকতার, মানবিকতার গল্পে মনোমুগ্ধকর ,
মামুনুর রশীদ মামুন একজন সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধুসুলভ পুলিশ অফিসার। পুলিশ যে জনগনের বন্ধু তিনি মধ্যে রয়েছে সেই গুণ।
এস অাই মামুনুর রশীদ বলেন
অামাদেরকে বলা হয় জনগনের বন্ধু। অামরা যেহতু জনগনের বন্ধু তাহলে অামাদের মানবিক বিবেক টাকে কাজে লাগাতে হবে। খুলা মনে জনগনের কথা বার্তা শুনতে হবে। বন্ধুর মতে তাদেরকে ভালোবাসতে হবে। সমাজে চলতে হলো ত অপরাধ হবেই। অপরাধ থেকে মুক্ত করতে হলে তাদের মনের সব কথা শুনতে হবে। তাদেরকে তাদের ভালোবাসার মধ্যে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে।
তাই অাসুন সমাজের সবাইকে নিয়ে ভালােবাসার বন্ধন সৃষ্টি করি।
Leave a Reply