সুনামগঞ্জ প্রতিনিধি:
সারা দেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুনামগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
দিবসের প্রথম প্রহরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দক্ষিণ সুনামগঞ্জ থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সহ উপজেলা যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, আব্দুল মজিদ কলেজ,উদীচী শিল্পী গোষ্ঠি ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ দক্ষিণ সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ন করেন।
পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাগণকে সংর্বধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) সুনন্দা রায়, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন,উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা বিরাজ রঞ্জুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান,তথ সেবা কর্মকর্তা শাপলা আক্তার,নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প কর্মকর্তা শাহাদাত হোসেন ভুইয়া, আওয়ামী লীগ নেতা জি এম সাজ্জাদুর রহমান, পল্লী সঞ্চয় ব্যবস্হাপক রফিকুল ইসলাম, সংবাদকর্মী ও মানবাধিকারকর্মী মো. আবু সঈদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, উপজেলা উচ্চ মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, সাংবাদিক নুরুল হক, জামিউল ইসলাম তুরান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার রাধাকান্ত তালুকদার, সহ-কমান্ডার মসদ আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
Leave a Reply