বিশেষ প্রতিনিধি ::
আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারে মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন পৌরসভার বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া।
আজ শুক্রবার(১৮ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীশেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে মিজানুর রশীদ ভূঁইয়ার নাম চুড়ান্ত করা হয়। এর পূর্বে সম্প্রতিকালে অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিকে মিজানুর রশীদ ভূঁইয়া মেয়র নির্বাচিত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। তবে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন জানিয়েছেন, মনোনয়ন বিষয়ে এখনো আমরা অফিসিয়াল কোন কিছু পাইনি।
Leave a Reply