স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জেলার জগন্নাথপুর উপজেলা আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সাবেক জননন্দিত মেয়র ও উপজেলা বিএনপির রাজপথ কাঁপানো সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তার আক্তার স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি আজ রোববার (২০ ডিসেম্বর) জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।এ সময় এলাকার মুরব্বিয়ান ও যুবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিল শেষে সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার বলেন,বিগত ২০১০ সালে জগন্নাথপুর পৌরবাসীর ভোটে আমি নির্বাচিত হয়ে ৫ বছর জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সেবায় কাজ করে গিয়েছি। পৌরবাসির সার্বিক উন্নয়নে দিনরাত পরিশ্রম করে আপনাদের সেবা করার চেষ্টা করেছি। জগন্নাথপুর পৌরসভারকে একটি আধুনিক কার্যকরী পৌরসভার গঠনের লক্ষ্যে আবারো স্বতন্ত্র প্রার্থী হয়ে আপনাদের কাছে আশা করছি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।
Leave a Reply