জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের যাচাই-বাছাই কালে মেয়র পদে ১ কাউন্সিলর পদে ৪ সহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ৭ প্রার্থীকে স্থগিত রাখা হয়েছে। আজ( ২২ ডিসেম্বর) মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা পরিষদের রাধারমণ হলে দিন ব্যাপী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার। এতে সহযোগিতা করেন জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান । এ সময় সকল প্রার্থী ও তাদের প্রস্তাবকারী-সমর্থনকারীগণ উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই কালে বিভিন্ন ত্রুটি ও মামলার কারণে এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ও স্থগিত করা হয়। এর মধ্যে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আমজদ আলী শফিক, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাবুল আহমদ বাবুল, ফজর আলী ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছালিক আহমদ পীর ও শেখ ইলিয়াছা আলীকে বাতিল করা হয়। এছাড়া আরো বিভিন্ন ওয়ার্ডের ৭ প্রার্থীকে স্থগিত করা হয়। তবে এসব বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার জানান।
Leave a Reply