মুহিবুর রেজা টুনু সুনামগন্জ থেকে:
রঙ্গারচর ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে গণসংযোগ করছেন সাবেক চেয়ারম্যান ও রঙ্গারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ।
বুধবার দিনব্যাপী ইউনিয়নের নতুন বাজার, বনগাঁও ও রংপুর বাজারে নির্বাচনী গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ এখন উন্নয়নের মহাসড়কে আছে। জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হবে। রঙ্গারচর ইউনিয়নের মানুষদেরও উন্নয়নের অংশীদার হতে হবে। আসন্ন রঙ্গারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে নৌকা প্রতীক দেয় আমি রঙ্গারচর ইউনিয়ন পরিষদ কে মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলার কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন, রঙ্গারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মমিনুল হক, আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন, আব্দুল জলিল, আবু সিদ্দিক, আলীম মিয়া, বাচ্চু মিয়া, মুক্তার আলী প্রমুখ।
Leave a Reply