স্টাফ রিপোর্টার::
আগামী ১৬ই জানুয়ারী আসন্ন সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূইয়ার পক্ষে লিফলেট বিতরণ করেছেন সাবেক সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামীলী যুবলীগ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক আহবায়ক বাংলাদেশ আওয়ামীলীগের সুনামগঞ্জ জেলার সাধারন সম্পাদক ব্যারিস্টার এনামুল হক ইমন।
তিনি শুক্রবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন অলিগলিতে গিয়ে লিফলেট বিতরণ করে ভোটারদের নিকট নৌকার প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে ভোট চান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জন্নাত বেগম, জগন্নাথপুর পৌরসভার মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সমাজকল্যান সম্পাদক বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লুৎফুর মিয়া, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, বর্তমান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, পৌর আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুকুর আলী, জগন্নাথপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দিলবর মাস্টার, মাহিমা মাহিমা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মকবুল হোসেন ভূিয়া,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।।
বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল হক ইমন বলেন দেশে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে উন্নয়ন হচ্ছে তা স্বাধীনতা পরবর্তী কোন সরকারের আমলেই সম্ভব হয়নি। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী মিজানুর রশীদ ভূইয়ার নৌকা প্রতীকে আগামী ১৬ই জানুয়ারী বিপুল ভোটে নির্বাচিত করতে জগন্নাথপুর পৌরসভার সর্বস্তরের ভোটারদের প্রতি এ আহবান জানান।
Leave a Reply