মুহিবুর রেজা টুনু:সুনামগঞ্জ প্রতিনিধি
আগামী ১৬ই জানুয়ারী আসন্ন সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান মেয়র নাদের বখতের পক্ষে লিফলেট বিতরণ করেছেন স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী মরহুম আলহাজ¦ আব্দুস সামাদ আজাদের উত্তরসূরী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন।
তিনি বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সুনামগঞ্জ পৌরসভার মধ্যবাজার পৌর চত্বর,উকিলপাড়াসহ বিভিন্ন অলিগলিতে গিয়ে লিফলেট বিতরণ করে ভোটারদের নিকট নৌকার প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন,মেয়র প্রার্থীর ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা নোমান বখত পলিন,জেলা মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দেব সূত্রধর বিরেন্দ্র,সাবেক ছাত্রলীগ নেতা হিরণময় রায়,জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক কালী কুমার রায়,আওয়ামীলীগ নেতা সিতেন্দ্র কুমার দাস,সাবেক ছাত্রলীগ নেতা বরণ কান্তি দে, রায় ও জেলা ছাত্রলীগের সভাপতি পংঙ্কজ দাস প্রমুখ।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন দেশে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সুষমও উন্নয়ন হচ্ছে তা স্বাধীনতা পরবর্তী কোন সরকারের আমলেই সম্ভব হয়ে উঠেনি। তাই এই উন্নয়নের ধারা সমুন্নত রাখতে প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী নাদের বখতকে আগামী ১৬ই জানুয়ারী বিপুল ভোটে নির্বাচিত করতে সুনামগঞ্জ পৌরসভার সর্বস্তরের ভোটারদের প্রতি তিনি এ আহবান জানান।
Leave a Reply