জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে আগুনে পুড়ে ৪টি ঘর ছাই হয়েছে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও আগুনের লেলিহা শিখায় ৪টি ঘরের প্রায় ৭ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ মার্চ) বিকাল ৪টার দিকে গোতগাঁও গ্রামের ফুল মিয়ার বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়া ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিভানোর চেষ্টা চালান। ঘন্ট্যাব্যাপি প্রাণপণ চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে এলেও ততক্ষণে ফুল মিয়ার একটি ঘর, পাশের ঘরের বশর মিয়ার একটি ঘর, সমর মিয়ার একটি ঘর ও সরুজ্জামানের একটি ঘর আগুনে ভূস্মিভূত হয়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেছেন।
স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতের শর্ট সাকিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।##
Leave a Reply