মুহিবুর রেজা টুনু সুনামগন্জ থেকে::
আগামী ২৩ মার্চ মঙ্গলবার বেলা ১২ টা ৩০ মিনিটে সুনামগঞ্জে শাল্লা উপজেলায় নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ীঘরে হামলা ও লুটপাটের ঘটনাস্থলে পরিদর্শনে যাচ্ছেন।
সুনামগঞ্জে সংখ্যালঘু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের পর উদ্ভূত পরিস্থিতিতে আগামী ২৩ মার্চ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ একটি প্রতিনিধি দল। ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু,গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক মহাসচিব ও ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, সিলেট আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সভাপতি এমদাদ উল্লাহ শহীদুল ইসলাম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু।
Leave a Reply