একরাম হাসানঃ
সিলেট নগরের সোনালী অাবাসিক হোটেলে চলছে দেহ ব্যবসা। রোববার রাত সাড়ে ৮টায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানের মাধ্যমে সেই হোটেল থেকে অসামাজিক কাজের দায়ে নারী- পুরুষ আটক করে পুলিশ। সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, নগরীর মহাজনপট্টিস্থ সোনালী আবাসিক হোটেলে কতিপয় নারী-পুরুষ অসামাজিক কাজে লিপ্ত আছে খবর পেয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে ওই হোটেলে অভিযান চালায় কোতোয়ালি মডেল থানার পুলিশ। এসময় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ৩ পুরুষ ও ৩ নারীকে গ্রেফতার করা হয় অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোস্তাফিজুর রহমান এবং এসআই মো. সাজেদুল করিম সরকারসহ অন্যান্য টহল টিমের অফিসার ও ফোর্স।
এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি ওই হোটেল থেকে ‘অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে’ ১২ নারী-পুরুষকে আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা পুলিশ।
Leave a Reply