দেশ বাংলা ডেস্কঃ- জগন্নাথপুরের সন্তান শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এর সহকারী অধ্যাপক আবু আওয়াল মোহাম্মদ শোয়েব ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রী অর্জন করেছেন।
গত ২৯ মার্চ যুক্তরাষ্ট্রের রাটগারস ইউনিভার্সিটিতে গবেষণারত অধ্যাপক শোয়েব তার গবেষণার বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। অধ্যাপক শোয়েবের পিএইচডি ডিফেন্স তথা অভিসন্দর্ভ ছিল ‘কম্পিউটেশনাল মেথডস টু আন্ডারস্ট্যান্ড দ্যা এসোসিয়েশন বিটুইন ইমোজিস এন্ড ইমোশন্স’। গবেষণার স্পিকার আবু আওয়াল মোহাম্মদ শোয়েবের এই কমিটির এডভাইজার ছিলেন প্রফেসর গিরাড ডি মেলো। অন্যদের মধ্যে ছিলেন প্রফেসর মেথিউ স্টোন ও প্রফেসর ইয়াংফেঙ ঝাঙ। মেম্বার ছিলেন ডানিয়েল প্রিয়টিক পিট্রো (ব্লোমবার্গ ) ও ভিটা জি মার্কমেন ( লিন্কিডিন)।
উল্লেখ্য, অধ্যাপক শোয়েবের মা শাহজাদী খানম পেশায় একজন শিক্ষক এবং বাবা মো. আলা মিয়া সিলেট নগরীর মধুবন মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী, সজ্জন, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব । তারা দীর্ঘদিন যাবত সিলেট নগরীতে বসবাস করছেন। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া (চকতিলক) গ্রামে ।
এদিকে, অধ্যাপক শোয়েবের এ কৃতিত্বে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে অধ্যাপক সাব্রী সাবেরীন, অধ্যাপক আমিনুল হক চুন্নু, গ্রেট ব্রিটেনে থেকে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর রোয়াব উদ্দিন, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, অধ্যাপক সাজিদুর রহমান, অধ্যাপক জয়নাল আবেদীন, অষ্ট্রেলিয়ার গ্রীফিথ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার, গবেষক ডক্টর মুহাম্মদ জে এ সিদ্দিকী শামীমসহ আরো অনেকে।
Leave a Reply