বিশেষ প্রতিনিধি::
করোনাভাইসারের সংক্রমণ প্রতিরোধে সরকারি ঘোষনা অনুয়ায়ি সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের লকডাউন দেশজুড়ে শুরু হয়েছে। লকডাউনের মধ্যে মাস্ক ব্যবহার না করে অবাধে চলাফেরা করায় সুনামগঞ্জের জগন্নাথপুরে এক পথচারিকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৫ এপ্লিল) সকাল ১১টায় লকডাউন কার্যকর করতে ও সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে পৌরশহরে ভ্রাম্যমান আদালত পরিচালত হয়। অভিযানকালে মাস্ক ব্যবহার না করায় স্থানীয় পৌর পয়েন্টে এক পথচারিকে ২শ’ টাকা জরিমানা করা হয়।
এদিকে উপজেলা সদরের জগন্নাথপুর বাজার এলাকা ঘুরে দেখা যায়, ভ্রাম্যমান আদালতের উপস্থিতি ও পুলিশের ভ্যান দেখলেই দোকানপাট বন্ধের পাশাপাশি লোকজন দ্রুত সরে পড়েন। প্রশাসনের লোকজন চলে গেলে দোকানপাট খোলার প্রতিযোগিতা শুরু হয়। এবং আবার মানুষজনের ঝটলা বাধে। এরধ্যে মাস্ক ছাড়াই অবাধে চলাচফেরা করছে অধিকাংশ জনসাধারণ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, সরকারী নির্দেশা বাস্তবায়নে আমরা মাঠে কাজ করছি। অযথা বাহিরে ঘুরাঘুরি না করার জন্য তিনি জনসাধারণের প্রতি আহবান জানান।
Leave a Reply