মুহিবুর রেজা টুনু সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পরিবারের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত আহত ২ জন আহত হয়েছেন। ৮ মে
বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় এ ঘটনা ঘটে।
এনিয়ে এলাকায়
উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানাযায় , ডুংরিয়া গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছলে আসছে ।
এই বিরোধের জেরে আজ বৃহস্পতিবার সকালে চাচা-ভাতিজার মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষেট শুরু হয়। সংঘর্ষে গুরুতর আহত আব্দুল তাহিদ ও রিপন মিয়া গুরুতর আহত হন। আহতদের কে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উভয় কে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মুক্তাদীর আহমদ বলেন , দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে ।
Leave a Reply