জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামে আজ (২২ এপ্রিল) বৃহস্পতিবার শীর্ষ টিভি ও শীর্ষ সমাচার, তাজা খবর অনলাইন পত্রিকা এবং দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ও দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকম পত্রিকার স্টাফ রিপোর্টার দোয়েল টিভির এডমিন মোঃ মুকিম উদ্দিন এর উদ্যোগে পবিত্র রমজান মাসে অসহায় গরীবদের মাঝে ইফতার বিতরনসহ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
এসময় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি রিয়াজ
রহমান , দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশ হিফজুর রহমান তালুকদার জিয়া , কলকলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউ/পি সদস্য মোঃ জিলু মিয়া, ও ৩ নং ওয়ার্ডের বর্তমান ইউ/পি সদস্য মোজাফফর আলী লিটন, সাদিপুর গ্রামের হাজী আছমান মিয়া অটো রাইছ মিলের স্বত্বাধিকারী মোঃ কাছা উদ্দিন, দুখু মিয়া, শ্রীধরপাশা গ্রামের মাওলানা শামছুল ইসলাম, প্রবীন মোরব্বী হাজী আলী আসকর, জুনুর মিয়া, স্বপন মিয়া, দিলোয়ার হোসেন, জয়নাল আবেদীন, আবু তাহের, হাবিবুর রহমান, মকবুল হোসন, স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজার হরমুজ উল্লা জামে মসজিদের মোয়াজ্জেম নজির হোসেন, ও স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজারের গ্রামীন ফোনের প্রোপাইটর দুলাল মিয়া টেইলার্স, সুনামগঞ্জ জেলা আইনজীবি সহকারী মোঃ বেলাল আহমদ, জগদীশপুর নোয়াপাড়া গ্রামের আব্দুস সোবহান প্রমূখ।
প্রথমে কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান।
ইফতার মাহফিলের পূর্ব পর্যন্ত রোজার তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন নোয়াপাড়া জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আবু তালেব
তিনি বলেন আমরা অনেকেই দোয়া করি কিন্তু কুরআন ও হাদিসে বর্নিত দোয়ার এসব শর্ত অনুসরন করিনা। আল্লাহর কাছে দোয়া কবুল করানোর জন্য রমজানের এ গুরুত্বপূর্ণ সময়ে বিনয় বিশ্বাস ও আন্তরিকতার সঙ্গে নবীজির দেখানো পন্থায় দোয়া করলে নিশ্চয়ই আল্লাহপাক আমাদের দোয়া কবুল করবেন।
ইহকাল ও পরকালের সফলতার জন্য কিভাবে দোয়া করতে হবে এমর্মে আল্লাহতায়ালা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন হে আল্লাহ প্রতিপালক আমাদের ইহকালে কল্যান দাও এবং পরকালেও কল্যান দাও এবং আমাদের আগুনের আজাব থেকে রক্ষা করো(সুরা বাকারা ২১০)। প্রতিদিন ইফতারের সময় শেষ রাতে ও তাহাজ্জুদ নামাজের পর দোয়া কবুলের বিশেষ মূহুর্ত। বেশী করে দোয়া, ক্ষমা প্রার্থনা, তওবা, ইসতেগফার, দরুদ শরীফ ইত্যাদি রমজান মাসের বিশেষ আমল। আল্লাহতায়ালা আমাদের সব নেক দোয়া কবুল করুন। আমিন।
পরিশেষে দেশ বাসীর কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply