রিয়াজ রহমান :
জগন্নাথপুর পৌর শহরের লুদুরপুর হাজি বাড়ি এলাকার যুক্তরাজ্য প্রবাসী হাজি রফিক মিয়ার কর্তৃক প্রতিষ্ঠিত হাজি আলা মিয়া ট্রাস্টের উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে এলাকার আড়াই শতাধিক গরীব অসহায় দরিদ্র পরিবারের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ২টায় যুক্তরাজ্য প্রবাসী রফিক মিয়ার নিজ বাড়িতে আয়োজিত খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন, যুক্তরাজ্য প্রবাসী রফিক মিয়া তার পিতার নামে হাজি আলা মিয়া ট্রাস্ট গঠন করে এলাকার অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি বিভিন্ন অনুদান প্রদান করে আসছে। তিনি হাজী আলা মিয়া ট্রাস্টের ভূয়শী প্রশংসা করেন এবং এই সমাজ সেবা মূলক কর্মকান্ড অব্যাহত রাখার আহবান জানান।
এলাকার বিশিষ্ঠ মুরব্বী হাজী লালা মিয়ার সভাপতিত্বে ও হাজি আলা মিয়া ট্রাস্টের সাধারন সম্পাদক জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ইউনুছ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ গীতিকার যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ দুলাল, শিশু সাহিত্যিক সৈয়দ হিলাল সাইফ, কাজী মাওলানা সৈয়দ মিজানুর রশীদ, সমাজ সেবক ইমদাদুল হোসেন, জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি স্বপন আহমদ।
এসময় জগন্নাথপুর সাব-রেজিষ্টার অফিসের ডিড রাইটার মো: আবুল ফজল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ইস্তাক হোসাইন, প্রভাষক জাহিদ হাসান, জেপি টিভির চেয়ারম্যান শাহ আব্দুল কাহার, মাওলানা আজহারুল আমীন রুয়েল সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। পরে এলাকার গরীব অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট ও নগদ অর্থ তুলে দেন সিদ্দিক আহমদ সহ অতিথিবৃন্দ।
Leave a Reply