জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরের উপজেলার আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ৬নং রানীগঞ্জ ইউনিয়ন সৌদি আরব প্রবাসী সংগঠনের পক্ষ থেকে ইউনিয়নের ১২০ টি পরিবারের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) দুপুরে রানীগঞ্জ বাজার দারুচ্ছুন্না হাফিজিয়া আলিম মাদ্রাসার হল রুমে সংগঠনের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার সমাজ সেবা অফিসার মো. বিলাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ বাজার দারুচ্ছুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাজী কাজি নজরুল ইসলাম নিজামী, জগন্নাথপুর কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী, হারুনুর রশিদ প্রমুখ।
আরো বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী শাখার যুগ্ম সাধারন সম্পাদক জিলানী আহমদ সহ আরো অনেকেই। এ সময় রানীগঞ্জ গ্রাম আদালতের সহকারী শরিফুল ইসলাম, রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী জিয়াউল হক, সমাজ সেবক রানা মিয়া, আকরাম হোসেন, গোলাম রব্বানী, আলিনুর রহমান সহ ত্রান সামগ্রী নিতে আসা ১২০টি পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারন। ত্রান সামগ্রী মধ্যে ২লিটার তৈল, ১ কেজি মোসুরী ডাল, ১কেজি ময়দা, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম দুধ, ১ কেজি লবন, ২ কেজি পেয়াজ প্যাকেট করে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় বক্তাগন প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানান। পাশাপাশি করোনা মহামারি সহ বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনে এলাকাবাসী সকল জনসাধারনের পাশে থাকার আহবান জানান বক্তাগন।##
রানীগঞ্জে ইউনিয়নে ৫০০টি পরিবার পেল নগদ অর্থ সহায়তা প্রদান
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এবং করোনার সংকটকালীন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল ৫০০টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ।
সোমবার (১১ মে) দুপুরে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে সরকারের পক্ষ থেকে চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা ইউনিয়নের ৫০০টি পরিবারকে ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তার টাকা বিতরণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য তেরা মিয়া তেরাব, বজলু মিয়া, মিলাদ মিয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা বলেন, ৫০০ টি ছাড়া ও অসহায় দুস্থ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছি। এ করোনা মধ্যে অর্থ বিতরণ করে আমরা আনন্দিত। এছাড়া নগদ অর্থ সহায়তা ছাড়াও আসন্ন ঈদুল ফিতর পর্যন্ত গরীব, দুস্থ পরিবারের মাঝে বিভিন্ন অনুদান ও সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply