মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিদ্যুৎ স্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাতটায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার শিবগঞ্জ বাজারের পার্শ্ববর্তী খালের পাড়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুটি থেকে পানিতে ঝুলে থাকা বিদ্যুৎ লাইনে শিবগঞ্জ বাজারে বসবাসরত মুচি সম্প্রদায়ের কাছা রবি দাসের ছেলে অরুন রবি দাস (১৪) মাছ ধরতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে মা ফালমতি রবি দাস (৪৫) ছেলেকে বাচানোর জন্য তার শরীরে স্পর্শ করলে ঘাতক বিদ্যুৎ লাইনের হাত থেকে রক্ষা পায়নি ফালমতি রবি দাস।
পরে এলাকার লোকজনের সহায়তায় মা ছেলেকে জগন্নাথপুর উপজেলা স্বাস্ব্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ স্নিগ্ধা তালুকদার মা ও ছেলেকে মৃত ঘোষনা করেন।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।
Leave a Reply